Saturday, May 21, 2011

'''আমি সুমন'''

'''আমি সুমন'''
সাইহানুল আরীফ সুমন


আমি সুমন,
তোমাদের একজন,
সপ্ন দেখি;
তুমুল আড্ডাবাজ,
আড্ডা মাতিয়ে ঘরে ফিরি মাঝ-রাতে,

রাত জাগি, গান শুনি,
সপ্ন আকি,
বারান্দায় চাদ দেখি
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরি ।


আমি সুমন, আমার একান্ত
সুমন,


শহরের ব্যাস্ততা
আমায় ব্যস্ত করেনা,
আমার কোনো যান্ত্রিকতা নেই,

তবে মা-কে অনেক ভালবাসি,
খুব বেশিই...


বন্ধুদের সাথে আছি
সব সূখ, সব দারিদ্রতাই আমার বন্ধু,
আমি সুমন এখনও তেমন
আড্ডা-মেরে মাঝ-রাতে বাড়ি ফিরি ।

উষ্ণ রাজনইতিক প্রেক্ষাপট
আমায় ভাবায় না,
নরম বিকেলে আমি হারিয়ে যাই,
শিল্পী-কবিদের মেলায়...

আবারও বলছি-
আমি সুমন, আমার একান্ত সুমন,
বাউন্ডুলের মত পথে পথে ঘুরে,
আড্ডা-মেরে মাঝ-রাতে বাড়ি ফিরি ।

..............................
সাইহানুল আরীফ সুমন